Site icon আলাপী মন

কবিতা- রাতের ট্রেন

রাতের ট্রেন
– নৃপেন্দ্রনাথ মহন্ত

ওয়েটিং রুমে বসে আছি
ট্রেন আসার চার ঘণ্টা দেরি।

জানি চার ঘণ্টা দেরি
তবু কেন যেন মনে হয়
প্লাটফর্মে হুড়মুড় করে ঢুকে গেছে প্রায়।

এক ঝটকায় উঠে দাঁড়াই
চশমা চটি ট্রলি জলের বোতল
ট্রেনে খাবো বলে কেনা ব্যাগ ভর্তি ফল
গুছিয়ে গাছিয়ে নিতে নিতেই
হুস্ করে ট্রেন চলে যায়।

আমিও হুঁশে ফিরি–
এ ট্রেন আমার নয়
এ ট্রেন থামার নয়
দুরন্ত এ ট্রেন দাঁড়ায় না এসব স্টেশনে।

আমার ট্রেন চার ঘণ্টা লেট
স্টেশনে এসে শুনেছিলাম–ঠিক আছে মনে।
তবু কেন যে আমি প্রায়শই
খরস্রোতা রাত্রির অন্ধকারে
ধাবিত ট্রেনের শব্দ পাই!

শব্দহীন অন্ধকারে ছুটে চলে রাত্রির ট্রেন
দূর হতে আমি তার শুনি আর্তনাদ
আর আমার বুকের রক্তে,ধমনী-শিরায়
ঢেউ ওঠে ছলাৎ ছলাৎ।
(শব্দজয়)

Loading

Exit mobile version