আত্ম- অনুসন্ধান
– অতীশ দীপঙ্কর
অন্ধকারের মধ্যে আলো আছে বলে
ক্ষতির মধ্যে সৌন্দর্য খুঁজে চলি,
নীরব আত্মার মধ্যে বৃথা সময়কে খুঁজি।
পুরানো কষ্টের মধ্যে কাটানো দিনে
আঁকাবাঁকা পথ হয়ে গেছে,
তবুও কোমল অনুসন্ধান করে যাই
অবিশ্বাস্য ভাবে, সুতীব্র নিষ্ঠুরতা কোথায় আছে!
ছোট্ট ছোট্ট অনুভুতি নিয়ে আছে আত্মা,
হয়তো খুঁজবো সারাজীবন সম্পর্কের ধারণ!
কামনা-বাসনা-আনন্দ -আত্মসর্পপণ
অনুভুতির কাছে স্বাধীন থাকা বারণ।
অনুভুতি পরাজয় খুঁজে
প্রতিটি যুক্তিকে প্রশ্ন করে,
সংগ্রামী প্রেম যুদ্ধ ঘোষণা করেছে
হৃদয়ে যুক্তিপূর্ণ পরজয় হয়নি বলে।
সময়ের সাথে জীবনকে আবার ভালোবাসতে শিখেছি,
স্বপ্ন দেখি রোদ চশমা খুলে,
পালতোলা নৌকা সারা জীবনের সঙ্গী
পড়ে থাক গতকালের ভাঙা টুকরোগুলো পিছে।
জীবনের এতো রং আছে
আত্মায় তবুও নিত্য নতুন রঙ আনে,
পিছনের স্মৃতিগুলো রেখে
সব ভুলে গেছি ভুলে যাওয়া অতীতের সম্মানে।
আমার হৃদয়ে আয়ত কলমে
জেগে ওঠে কল্প,
আত্মার শব্দ দিয়ে ইতিহাস লিখতে বসলে
প্রতিটি পৃষ্ঠায় উঠে আসে
ঋণ পরিশোধ করতে করতে বাহু খোলা
সেই নামের পেছনে সুদীর্ঘ্য গল্প।
হিংস্র সৌন্দর্যের কথা বলতে শুরু করলে
ভেঙ্গে যায় নীরবতা,
ভেঙ্গে পড়া একটি শিল্প,
একটি কৌতুহলী চেতনা।
আলো এলো নির্ভীক সৌন্দর্য নিয়ে
কেঁপে ওঠা সেই সাহস,
আলোতে আমার ভয় ভেঙ্গেছে,
নতুন আশায় নতুন স্বপ্ন জন্ম নিয়ে দেখালো
কিভাবে অতীত দিয়ে তৈরী হয় শান্তির নির্যাস।
যদি পড়ে না যেতাম, কি করে শিখতাম উঠতে!
পুড়ে না গেলে আলো পেতাম কি করে?
কেঁদেছি বলেই তো আমি হাসতে জানি,
হাঁটু পর্যন্ত আত্ম-অনুসন্ধান করা প্রশ্নে
অতীত দিয়ে শান্তি তৈরী করা শিখেছি।
আমি আত্ম-সমর্পণ করি
পতিত শান্তির প্রতি,
আমার প্রতিটি নিঃশ্বাসের
সাথে যে গন্ধ পাই তা পাগলামি।
ওই নির্জন স্থান ছিলো বৃথা
সবচেয়ে সুন্দর হতে পারতো ভাঙ্গা ভাঙ্গা হাসি,
দুঃখ শব্দ পরিধান করেছিলো যতটা
এখন বুঝি ছিলো না অতটুকু শান্তি।
অনেক রাতে আমি অবাক হয়ে দেখি
অসাধারণ অপরূপ সৌন্দর্য ঐ রূপালি চাঁদে,
তখন কি জানতাম গোলাপী আনন্দের প্রশান্তি
আসলে আমার পশ্চাদপসরণ হবে!
সমুদ্রের প্রবল ঢেউ আনন্দের ভীড় করলে
চোখ আশ্চর্য হয় গভীর নীল জলে,
তখনই বুঝি আমি জীবনের প্রেমে পড়েছি,
সবচেয়ে সুন্দর মাঝেমাঝে কাঁদায় বলে
সেই দুঃস্বপ্ন ছেড়ে চলে এসেছি।
নদীর মতো প্রবাহিত আমার জীবনের গানে
সবথেকে বড়ো গল্পের জন্ম হয়েছিলো সৌন্দর্যে,
ফুলের কাছে জীবনকে আলিঙ্গন করতে শিখেছি,
ছড়িয়ে থাকা ভাঙ্গা টুকরো টুকরো অতীতের মধ্যে
কিছু পেলাম আর না পেলাম —
আমি তোমাকে এখনো ভালোবাসি।