কবিতা- আবেগ কম্পন

আবেগ কম্পন
– ডাঃ তারক মজুমদার

 

 

প্রেমের সম্পর্কে যখন ধরে ফাটল
অস্তরাগে সূর্যের মাথায় অঙ্কুর
ওষ্ঠাগত প্রাণে সুমিষ্ট ফল
শত প্রশ্ন মনে রাত্রি হল দূর…।

রোমান্টিক সিনেমা দেখা শেষ হলে
ক্লান্তির কালো চোখ
সব কিছু দ্রুত বদলায়
বিধ্বংসী প্রাণে হায়! হায়!

প্রতিশ্রুতি বহুদিন তবুও যাই ভুলে
সম্পর্কের সাতকাহন

মধু সন্ধানী মৌমাছিদল ফিসফিস শব্দে
তুলেছিল ঢেউ আবেগ কলম..

Loading

Leave A Comment