Site icon আলাপী মন

অণু কবিতা- বোধ

বোধ
– দীপ্তিমান ভাণ্ডারী

 

 

গনগনে সূর্যের দুপুরে
একখন্ড অবসাদ ঢুকে পেরে
মনের অলিন্দে।
কেবলই ছায়ার সাথে নিষ্ফল বোঝাপড়া।

মুঠো খুলে আজ উড়িয়ে দিতে হবে
সেইসব স্নিগ্ধতা-শিশির কণা-ভালোবাসা;
কিন্তু হায়, মুঠো খুলে দেখি
পরে আছে ফাঁকা বিলকুল।

ঠিক তখনই চোখের কোণায়
দু-এক ফোঁটা চিকচিকে নোনা জল।
একি তবে
নিজের জন্য নিজের সহানুভূতি!

Exit mobile version