কবিতা লিখছি সদ্য
-সুমিত মোদক
আমার এখন মধুবন্তী রাগ;
তুই যেমন আছিস, তেমনটি থাক;
কেটে গেছে অনেকগুলো বছর;
আমার জীবন এখন কেবল আকর;
স্মৃতি নিয়ে বেঁচেই আমি আছি;
সেই “বোকাটা” থেকেই আমি গেছি;
তোর জীবনে অনেক এখন সুখ;
তোর জীবনে অনেকগুলো মুখ;
সেই মুখেতে আমি নেই জানি;
না থাকাটাই স্বাভাবিক মানি;
তবুও তোকে দেখতে ইচ্ছা হয়;
ফিরে আসে পুরানো যদি গান;
রাখতে পারবো না পুরানো সে তান;
দূরে থেকেই ভালোবেসেই যাবো;
তোর থেকে দুঃখটুকু নেবো;
আমি এখন অচিনপুরে থাকি;
আমি এখন রামধনু রঙ মাখি;
সাতটা রঙে ডুবে গেছি আজ;
আমার গায়ে রূপকথার সে সাজ;
তোর মেয়েকে দিলাম পক্ষীরাজের ঘোড়া;
সে দিয়েছে আমার পদ্যে ধরা;
তুই তো আমার সারা জীবনের গদ্য;
তোকেই নিয়ে কবিতা লিখছি সদ্য।
দারুণ লিখেছেন ।খুব খুব ভালো লাগলো ।