
কবিতা- মৌন আকাশ
মৌন আকাশ
– রীণা চ্যাটার্জী
একলা থাকার আমার চিরন্তন নিঃসঙ্গ আকাশে,
তোমার পাঠানো এক টুকরো অবহেলার মেঘ
নীরবতা সাক্ষী রেখে আপন করে নিলাম।
অভিমানী বাষ্পের ভার বয়ে ঝরবে কোনোদিন,
কিংবা মেঘভাঙা বৃষ্টি হবে হয়তো অবহেলায়।
শেষ রেশটুকুও ঝরবে নিঃশেষে শ্রান্ত সন্ধিক্ষণে।
মল্লার রাগে শ্রাবন্তী সাজের বকুল ঝরানো সাঁঝে
যূথিকা মালাও ম্নান হবে, অপেক্ষার দুরন্ত অভিমানে
ব্যথার কথারা অশ্রু অঞ্জনে দিনলিপি দেবে লিখে
বিনিদ্র কোনো তারার হাতে দিয়ে যাব সেই চিঠি
অবহেলার ধারাপাতে সেই দিন নিঃসঙ্গ হবো আবার…
আবার, ভারহীন, নিঃসঙ্গ, অলসতা মাখা রাতের আকাশ…
মেঘ হারিয়ে, হাসবে শরৎ নতুন সাথীর সাজে
স্বপ্নটুকু সত্যি করো তার, শপথের অঙ্গীকারে।
সোহাগ, বেহাগ জুড়ে দিয়ে মিলনের সুর বেঁধো,
সাজিও জীবন, পলাশের রঙে বসন্ত বাতাসের সাথে।
প্রেমের জোয়ারে নোঙরখানি আগলে রেখো সাথী।
ভালো থেকো, ভালো থাকার ঠিকানাটাই বদল হবে শুধু
জ্যোৎস্না যখন হাসবে দু’টি তনুমনের একান্ত কিছু কথায়,
দূরে থেকেও অজান্তেই দেখবো ভালোবাসার সোহাগ বেলা, হয়তো কখনো মিলন তিথির মাঝেই দেখবে আকাশ, ভুলের বশে নিতান্তই অবকাশে,
পারবে চিনতে? তোমার অবহেলা!
ভয় পেও না, আসবো না আর তো ফিরে, সব হারিয়ে
আমি যে তখন অ-নে-ক দূরের মৌন স্তব্ধ আকাশ।


5 Comments
Anonymous
ভালো লিখেছেন
রীণা চ্যাটার্জী
ধন্যবাদ বন্ধু
Anonymous
অভূতপূর্ব দিদিভাই
রীণা চ্যাটার্জী
ধন্যবাদ ভাই
Anonymous
অসাধারণ