কবিতা- সমাজটা শেষের পথে

সমাজটা শেষের পথে
– সোম

 

 

সমাজটা গেছে পচে…
দুর্নীতি আর ধান্দাবাজে।
সবাই যেন মীরজাফরের ভাই,
দেশটা আজি কুরুক্ষেত্রের সাজে।
বাতাসেও মিশে গেছে বিষ…
কেমন করে নেব নিঃশ্বাস।
তবু মানুষ আজও জীবিত,
হয়ে জীবন্ত লাশ।

চার বছরের শিশু কন্যা
এ সমাজে সে হয়েছে ধর্ষিতা।
এ রামের নয়, এ রাবণের রাজ্য
কলঙ্কিত আজ সমাজে আছে যত সীতা।

যে মেয়েটি ভিক্ষা করে তার নামও বাদ পড়েনি,
এ কামুক নরপিশাচদের হিসাবের খাতায়।
সেও সমাজের বুকে ধর্ষিতা,
কলঙ্কিনীর কালো দাগ তারো মাথায়।

“সমাজটা শেষের পথে” রাজনীতির হিংসায়,
চুড়ান্ত সীমায় অরাজকতার রেষ।
মানুষ রয়েছে বিপন্নে,
ধীরে ধীরে দেশটা হচ্ছে শেষ!

Loading

One thought on “কবিতা- সমাজটা শেষের পথে

Leave A Comment