Site icon আলাপী মন

কবিতা- আলট্রা ভায়লেট

আলট্রা ভায়লেট
-অযান্ত্রিক

 

ভয়টা আসলে আল্ট্রা ভায়লেট, ভয়টা আসলে ভয়,
হাতের মধ্যে হাত থাকলেও চেপে রাখতে হয়।
ঘেন্না হয়তো ঘুম ভাঙ্গানো ঘেন্না যেমন মাজন বিলাস,
কলেজে পরা টাটকা মেয়ে, দেখছে এঁটো চায়ের গ্লাস।

ভয়টা আসলে মিছিল প্রবণ, ভয়টা হয়তো সঙ্গদোষ,
আঙ্গুল তুললে ভেংচি কাটে নিজের কিছু নীল আপস।
ঘেন্না কিন্তু ঠিক হেটে যায়, মিছিল ভেঙে শেষ রাতে,
বিনিময়তো সুযোগ শুধু, বিক্রি জমায় বিছানাতে।

পিছনে কেউ আসছে বোধয়, সামনের শুধু এটাই ভয়,
সন্ধে হল পাড়া জুড়োলো, একটা মুখও চেনার নয়।
ছুঁতে চাইছে চামড়ার হাত, জিভের থেকে ঝরছে লাল,
ঘেন্না আসলে অনিচ্ছেকে দিচ্ছে হাওয়া বেসামাল।

ভয় আসলে নিজের কাছে, ঘেন্না যেমন নিজেরই হয়,
পিঠের কাছে ঠেকলে দেয়াল, উল্টো কিছু জবাব চায়।
ছায়ার মধ্যে জাল ফেলেছি উঠবে কিছু রাঙানো চোখ,
হাঁটতে হাঁটতে পিছনে ফেরে কাদা বাঁচানো একটা লোক।

Exit mobile version