কবিতা- তোমার অবহেলা

তোমার অবহেলা
– সীমা চক্রবর্তী

 

 

এখনো বয়ে যাই তোমার আদর মাখা ভালোবাসার চিহ্ন,
তবু পারিনা জুড়তে তোমার দেওয়া হৃদয়ের শত ছিন্ন।

নিরাশার মেঘ স্বপ্নের বুক ছুঁয়ে পুড়িয়ে দিয়েছে বিবেক
নগ্ন চোখের হাহাকার ঘিরে মৃত্যুর কটু গন্ধ অনেক।

চুপকথার শিশির ভেজা মনে, জ্বলে দাবানলের আগুন
স্মৃতির কুঞ্চিত গলিপথে, নির্দ্বিধায় পলাতক ফাগুন।

রাত জাগা তারারা পাঠায় বৈতরণী পারের ঠিকানা,
বিকর্ষণের টানে হলদেটে হয়ে গেছে শেষ পরোয়ানা।

প্রবল শূন্যতার মাঝে একাকীত্বের উন্নাসিক অহংকার,
ঘোলা জলে বিম্বিত চাঁদের আলো হয়তো বা মনের বিকার।

মিশে গেছি আজ কালান্তক দিনাতিপাতে অবলীলায়,
বাস্তব অবাস্তবের মানদণ্ডে মরচে জমছে হৃদ-শিলায়।

Loading

Leave A Comment