শীতচিন্তা
– নৃপেন্দ্রনাথ মহন্ত
আর কতো পারি বলো
কুয়াশার জটারা দিনেদিনে দিগন্ত জড়ালো।
এই অঘ্রানের দিনে
অন্ধ কুয়াশাগুলি ধরিত্রীকে বেঁধে রাখে ঋণে।
ঋণ দিনদিন বাড়ে
ছায়া ফেলে রেখে যায় শ্রীমতীর জলের কিনারে।
সেই সাথে চোখে পড়ে
মুখে মধুবর্ষী বিষ কাদের জমেছে অন্তরে।
বিশ্বাসে দেয় নাড়া
মিথ্যা আশ্বাস দিয়ে আড়ালে ছুরি শানায় যারা।
বনভোজনের মাসে
ক্ষণে ক্ষণে ডিজে বাজে হৃদ্দেশে শ্রবণী সন্ত্রাসে।
সে যে করে দিশেহারা
অঘ্রানে ঘোড়ায় জিন। নির্মম পৌষে মাতোয়ারা।