কবিতা

কবিতা- অভিমানী নিসর্গ

অভিমানী নিসর্গ
– কাজী মুহাম্মাদ রাকিবুল হাসান

 

 

দ্রোহে অনড় প্রকৃতি
স্তব্ধ নিসর্গের স্ফূরণ,
খোল নলচে বদলানো দৃশ্যপট
ঘোল কলা অদ্ভুত সমীকরণ।

সৃষ্টির বহমানতায় ঋতুর পালাবদল যেন
ছিলই ‘বর-কনে’র প্রত্যাশিত মালাবদল,
সগৌরবে আজ ঋতু ভাঙে তালা সকল
কাটায় একঘেয়েমির সমূহ ধকল।

নিসর্গ এখন প্রচণ্ড আত্নসম্মানবোধে জারিত…
চায় না হতে রঙ্গমঞ্চের নাচের পুতুল
চায় না হতে ক্ষারীয় ল্যাবের গিনিপিগ,
হতে চায় চিত্র বিচিত্রময় গিরগিটি
হতে চায় সম শুকতারা দিগ্বিদিক।

মানবের নিদারুণ অমানবিকতায়
সর্বংসহা অভিমানী নিসর্গ,
সমানুপাতিক প্রতিশোধ পরায়নে
ছাড় দিবে না বিন্দুবিসর্গ।

 

Loading

Leave A Comment

You cannot copy content of this page