কবিতা

কবিতা- মৃতপত্রিকা

মৃত পত্রিকা
-সঙ্কর্ষণ

 

 

রাত্রি নেমেছে গভীর
এ কার ষড় বুঝিনা… একই তো স্বপ্ন দেখি রোজ।
জ’ড়িয়ে রেখেছে যেন বিস্মৃত হাওয়া
জ্যোৎস্না মেখেছে দূরে আঁধার-কবিতা
একে ছেড়ে কেমনে বা জেগে জেগে উঠি?

চোখের পাতায় মিঠে নেমে আসে দিন।
মাথার ওপরে গাছে ছাতা ধ’রে থাকে।
সদ্য পীড়িত কোনো উপহার এক,
যেন এখনও কিছুটা প্রাণ বাকী আছে তার…
সবুজে সবুজে এই বর্ণহীনতা বলো ভালো লাগে কেন?

নীচু হ’য়ে পাতাটিকে তুলে নিতে গেলে
স্বপ্নের পর্দাটি খুলে যেন নীচে প’ড়ে যায়।
শোনো তবে সদ্যমৃত
শোনো শোনো আনমনা প্রকৃতির বিবর্ণ চিঠি,
স্পর্ধার ডাক শুনে ঘুম ভেঙে একা উঠে ব’সি।

নেই সেই ফুরফুরে দিন
সাথে সাথে মিলিয়েছে চাঁদভাঙা জোনাকির আলো।
আঁধারি-কবিকে দেখে কেঁদে উঠে ভাবি
রঙ ফিরে দিতে পারি মনে ক’রি কেন…

পাহাড়ে জমেছে বহুদিন ধ’রে কতো কতো মৃত পাতা।

Loading

Leave A Comment

You cannot copy content of this page