Site icon আলাপী মন

কবিতা- বহুরূপী

বহুরূপী
– দীপঙ্কর বিশ্বাস

 

সমস্ত অঙ্গপিত্তি জ্বলেপুড়ে ছাড়খার হয়ে
মুচড়ে ওঠে সংস্পর্শে,
বোধ হয় গুরুমস্তিষ্ক জুড়ে কপালে।

মুখের সঙ্গে মুখোশের অন্তরঙ্গতা অভিনয় জানে,
কুৎসিত মুখ ঢাকা রঙ লাগানো আবেদনে,
অভিসন্ধি সিদ্ধ করে যায় দাঁত আর নখে আঁচড়ে।

টেনে-হিঁচড়ে সহজকে ভেঙেচুরে
উচ্ছ্বলতার আনন্দ তাকে রাক্ষসী করে।
বন্ধন নয় সম্পর্ক নয়, কোন এক কুবোধ কাজ করে।

মুখোসহীন মুখ যত করে টানাটানি
ত্বকের রক্তক্ষরণের সাথে হয় অন্তঃক্ষরণ,
মনে হয় সম্পর্কের গলগন্ড পচা কুমড়োর ফালি।

পোশাক আর মুখোশ খসে যায় খোসার মতো,
শয়তান তাই ছলনায় আপাত শক্তিশালী হয়তো!

Exit mobile version