মানুষ কোথায়
– ডাঃ তারক মজুমদার
মানুষ কোথায় এখন
চারিদিক শুধু আকৃতি মানুষ।
মান আর হুঁশ উবে গেছে কবেই
পড়ে আছে শুধু রঙিন ফানুস।
দেখতে অবিকল মানুষের মত
অথচ মানুষ নয়
পুঁথিগত বিদ্যায় শিক্ষিত এরা
তবু মূল্যবোধের অবক্ষয়।
প্রেম ভালোবাসা বিলুপ্ত প্রায়
হৃদয় ক্যানভাস থেকে
ছলা কলায় নিয়েছে আশ্রয়
আকৃতি মানুষ একে একে।
লোভ লালসায় পূর্ণ জীবন এখন
হিংস্রতার বিভীষিকা
চলো সাহিত্য করি। সাহিত্য সাথী
সময় স্রোতে বড্ড একা।