Site icon আলাপী মন

কবিতা- রুগ্ন হাতে ফুল

রুগ্ন হাতে ফুল
– শুক্লা রায় চৌধুরী

 

 

ট্রাফিক জ্যামে গল্প ওড়ে,
রুগ্ন হাতে ফুল,
জানলা ঘেঁষে দাঁড়াই যদি
তাতেও আমার ভুল!
ইস্কুলে আর হয়না যাওয়া-
সতীন মায়ের বিষম জ্বালা,
ফোস্কা ওঠা পায়ের তলে,
এমনি করেই রুজি চলে;
একটা দু’টো গোলাপ বেচে,
জীবন কাটে নিজের মতে-
হিসেব করেই কাটে সময়,
নতুন দিনের ঘেন্নার ভয়;
স্বপ্ন আসে চোখ জুড়িয়ে,
রাত যে কাটে মন ভরিয়ে;
হারিয়ে যাবার একটু আগে,
বাতাস নেব প্রাণটা ভরে;
পরের বারে জন্ম নিতে,
আসব ফিরে গদির খাটে!

Exit mobile version