Site icon আলাপী মন

কবিতা- আমি বিস্মৃত বিলাশ

আমি বিস্মৃত বিলাশ

-পরিতোষ ভৌমিক

 

তটভূমির বালুচরে দেখেছ কি লম্বা ছায়!
আমি বিস্মৃত বিলাশ, তোমাকে রোজ দেখি
সুর্যোদয়ের মোহময়ী লাল আভাতে
দুপুরের তপ্ত রোদের আল্পনাতে
দেখি তোমায়, শেষ বিকেলে দিগন্তের নীলাঞ্জনেে।
স্মৃতিমেদুর তটরেখার বিস্তৃতে বিদুষী
কবিতার ক্যানভাসে মেঘেমাখা আকাশ আঁকে,
কূড়ানির ঝিনুকে মুক্তো থাকেনা শত সহস্র বছরের জঠরে
তটভূমির বালুচরে শুধুই লম্বা ছায়
সুতো নেই, রং নেই , বিবস্ত্র জোড়ার পাশাপাশি হাঁটা ।

Exit mobile version