Site icon আলাপী মন

কবিতা- বিরহের বসন্ত 

বিরহের বসন্ত
-পিকন দে

 

আমার ঘরে লাগেনা ভাই,
বসন্তের মিষ্টি হাওয়া।।
তোমার দেওয়া নিঠুর ব্যথা!
হয়নি রওয়া সওয়া।।
যখন তোমার পলাশ গাছে,
পলাশ কুড়ি আসে।।
মনের করুণ দশা দেখে,
চোখটি জলে ভাসে।।
বলতে গিয়েও মুখ বেঁধেছে,
সিঁদুর-শাঁখা-পলা।।
একসাথে আর তোমার সাথে,
হয়নি পথটি চলা।।
হৃদয়ে যখন ভাঙ্গন ধরে,
লাগে না কিছুই ভালো।।
আমার ঘরেতে জ্বলবে কবে!
ঐ ছয়টা ঋতুর আলো।।
আশা আজ ছেড়েছি সব,
বিরহের সুরে থাকি একা !
হারিয়ে গেছো অনেক দূরে,
আর হবেনা কখনো দেখা।।

Exit mobile version