কবিতা- বিস্মৃতির কথা

বিস্মৃতির কথা
-অযান্ত্রিক

 


সবাই বেশ মনে রাখতে চায়,জন্ম থেকে মৃত্যু।
বৃষ্টিতে পার্কে অপেক্ষা রত প্রেমিক মনে রাখে,
কবে প্রথম দেখা হয়েছিলো।
প্রথম চুমু,অভিমানে মুখ ফিরিয়ে নেয়া ,এই সব।
কলেজ পড়ুয়া মেয়েটা মনে রাখে প্রথম স্কুলের দিন।
প্রথম বার শাড়ি,স্বরস্বতী পুজো।
স্কুল ফেরত ক্লাস নাইনের ছাত্র, মনে রাখতে চায়,
ফর্মুলা ,রাসায়নিক বিক্রিয়া।
বিয়ে করতে বসা অনিচ্ছুক যুবতীর শুধু ছেড়ে আসা প্রেমিক।
মানুষ অতীত মনে রাখে,ইতিহাসের মতো।
কত পাক ধরা চুল,দেখি মনে রেখেছে প্রথম মাইনে,
আর সেই মাইনের টাকায় মায়ের শাড়ি,মায়ের হাসি।
সবাই খুব মনে রাখে।মানে অন্তত মনে রাখতে চায়।
শুধু,
আমার মতো কিছু মুখ,যারা অপমানিত হয়েছে,
তারাই শুধু ভুলে যেতে চায় ,কালো দিন,
অথচ কিছুতেই পারে না।

Loading

Leave A Comment