খুঁজে ফেরা
-শিলাবৃষ্টি
জীবন খুঁজে পাওয়ার আশায়
ছুটছি সবাই ছুটছি ;
কোথায় পাবো সুখপাখিটা
খুঁজছি শুধু খুঁজছি।
সাগর পাড়ে পাহাড় ধারে
সবুজ ঘাসে শিশির পরে –
নদীর ধারে বালুর মাঝে
হাঁটছি কেবল হাঁটছি ,
জীবন খুঁজে পাওয়ার আশায়
ছুটছি শুধু ছুটছি ।
মনের মাঝে ভালোবাসা ,
সব কিছুতে ভালোর আশা ,
আঁধার কালোর পথ পেরিয়ে –
আলোর দিশা খুঁজছি,
জীবন খুঁজে পাওয়ার আশায়
ছুটছি শুধু ছুটছি ।
পুতুল নাচের পুতুল হয়ে ,
ভালো থাকার অভিনয়ে ,
দেখনা সবে সংসারেতে
সবাই সেরা হচ্ছি ।
কোথায় পাবো সুখ পাখীটা
খুঁজছি শুধু খুঁজছি ।
সংসারেতে সং সেজে আজ
সবার তরে করছে সে কাজ।
সুখ-তালাটার চাবিকাঠি ,
খুঁজছে শুধু খুঁজছে –
জীবন খুঁজে পাওয়ার আশায়
ছুটছে সে আজ ছুটছে।
একলা আসা একলা যাওয়া
মাঝখানেতে মানুষ পাওয়া
কান্না-হাসির দোলনাখানায়
দুলছি মোরা দুলছি ।
কোথায় পাবো সুখপাখীটা
খুঁজছি শুধু খুঁজছি ।
আয়না দেখি, বেরিয়ে পড়ি
পথের মাঝে থাকনা নুড়ি
সীমার মাঝে অসীম পেতে
চলছি মোরা চলছি ,
জীবন খুঁজে পাওয়ার আশায়
ছুটছি সবাই ছুটছি ।।