কবিতা- দালালি কলমে মগজ

দালালি কলমে মগজ
– দীপঙ্কর বিশ্বাস

 

 

চারিদিকে ঘুর্ণি ঝড় চলছে!
দেশ মা আমার দুর্বিপাকে!
চুপসে আছো কবি এক কোণে!
কিসের জন্য কে জানে!

দেশে কিংম্বা পরদেশে
মানুষই মরছে বেশী বেআইনী!
রক্তশূন্য পরিশ্রমী পৃথিবীতে
জোঁকের মগজে জোর বেশী,
বেহায়া কলমে দাগে কামজ্বাল কবি।

বৃষ্টির ছোঁয়া লাগলেই চড়াদাগে
স্বার্থপর একলা বাঁচো,
নদীর ঢেউয়ে তুফান তোলা স্বপ্নে
ভেসেযাওয়া মানুষ মৃতপশুর মতো।
কলমের ঢাকনাটি এবার অন্তত খোলো।

পাতা নড়া পৃষ্ঠায় প্রেমগাঁথা,
রক্তাক্ত লাশ ছটফটে,
কবি ওঠে না ব্যথা?
দর্শনের এমনি চলন হলে
প্রেমীক কবি যে রাজনীতি কড়চা করেছো
তারই প্রভুত্বে দে’খ তুমিও পথে বসে গেছো।।

Loading

Leave A Comment