Site icon আলাপী মন

মুক্তগদ্য- নস্টালজিক

নস্টালজিক
– অমিতাভ সরকার

 

 

সুমনা তোর দ্বীপ আমি কবে দখল করতে চেয়েছিলাম সেই কিশোরী বেলায়। কস্তুরীর গন্ধ ছিল। পাগলামি ছিল কিনা জানি না। বাষ্প ছিল, নীল সমুদ্রের গহীন থেকে বাষ্প ছিল। চাপ চাপ লাভা নির্গত হয়ে গলে গলে সমুদ্রে পড়ছিল।

তীব্র যন্ত্রণায় পাহাড় থেকে ঝরে পড়ছিল জল। নাম পেয়েছিল ঝর্ণা। সুমনা তুই হাসতে হাসতে গড়িয়ে পড়তিস। নিস্পলক দৃষ্টিতে গ্রাস করতে চাইতাম। তীব্র গতি ছিল ঝর্ণার জলে। সমুদ্রের ডাকছিল। কলকলিয়ে নুপুর বাজিয়ে চলে গেলি।

নদীপারের গাছটা এখন বৃদ্ধ হয়েছে। বৈকালিক ভ্রমণে গাছটার নিচে এসে দাঁড়ালে কস্তুরীর গন্ধ আসে, ঝর্নার নৃত্য, কলকলানি, কৈশোর উত্তীর্ণ ছেলেমানুষি। নীল সমুদ্রের বাষ্প চশমা গলিয়ে দু’টো নয়ন ভার করে। দীর্ঘশ্বাস পড়ে। বিশ্বাস কর সুমনা।

Exit mobile version