Site icon আলাপী মন

কবিতা- তথাপি

তথাপি
-পারমিতা ভট্টাচার্য

 

 

বুকের মধ্যে যত্ন করে আঁকি একটা নদী
যার ছোট্ট ছোট্ট ঢেউয়ে আমি বাঙুর হয়ে যাই
দু’চোখে আঁকি নক্সী কাঁথার অপূর্ব এক মোহ
টুপটাপ শব্দে সারা শরীর জুড়ে তবু বৃষ্টি নামে কই?
হৃৎপিণ্ড থেকে নাভিমূল অবধি বনবিথির ছায়া
ঠোঁটের কোণে পুষে রাখি মাতাল মহুয়া বসন্ত
একটিবার বুকের ঊষর উপত্যকায় বৃক্ষ রোপণ করো
সমস্ত অনাবিল ইচ্ছেরা ছুঁয়ে যাবে দূর দিগন্ত
মনের অদম্য ইচ্ছেগুলো আজ
প্রজাপতির মত মেলতে চায় পাখা
তবুও সংযমী সময় বারবার কড়া নাড়ে
রাকা চাঁদ দেখো কালো মেঘে রয় ঢাকা।
এসো আজ আরও একবার ঘুমঘোর মুছে
নদীর মোহনায় অস্তরাগে মাখামাখি হয়ে বসি
পাঁজরে তালাবন্ধ রাখি বিষের তীব্র জ্বালা
তথাপি বুকের মধ্যে গুঁড়ো স্বপ্নের আসমানী রঙ পুষি।

Loading

Exit mobile version