Site icon আলাপী মন

কবিতা- ভিন্ন

ভিন্ন
– সীমা চক্রবর্তী

 

 

তোমার আমার জীবন পথ হয়ে গেছে ভিন্ন,
আমার চলার নতুন পথটা ভীষণ রকম বিষণ্ণ।
স্বপ্নগুলো এক ছিলো যে, একটুও নয় অমিল,
তোমার স্বপ্ন পূরণ হলেও, আমারটা বড়ই গোঁজামিল।
তোমার আমার ইচ্ছেগুলোর, ছিলো একই আবদার,
দু’জনারই ছিল সমান ভাগ, দু’জনেই হকদার।
তোমার ইচ্ছে উড়ান দিলো, রইলাম আমি পরে,
আমার ইচ্ছে বিরস মনে, গেলো কখন ঝরে।
আমার মনের ইচ্ছেগুলোর এমন কি ছিল দাবী
একা বসে অবসরে আজ এই কথাটাই ভাবি।
তোমার আমার দু’জনেরই, আকাশটা ছিল নীল,
তোমার আকাশে সূর্য চন্দ্র, আমার কৃষ্ণ মেঘের মিছিল।
বৃষ্টি নামায় তোমার আকাশ দূর দিগন্ত জুড়ে
আমার আকাশ প্রখর তাপে কালো হয়েছে পুড়ে।
হাতটা যখন থাকতো ধরা তোমার নরম হাতে,
শূন্যটাকেও যেত ছোঁয়া, রোদ বিছানো প্রাতে।
তোমার ছাদ তেমনই আছে আগের মতোই খোলা,
আমার ছাদ শ্যাওলা পিছিল, কেমন যেন ঘোলা।
জানি না এসব সত্যি কিনা, কেবলই মনে হয়,
জীবন যুদ্ধে হেরে গেছি আমি, তোমার নিশ্চিত জয়।

Exit mobile version