Site icon আলাপী মন

কবিতা- ধর্ষিতা সমাজ”

“ধর্ষিতা সমাজ”
– সোমা কর্মকার

মিথ্যে সভ্যতায় মোরা মেকি, ভণ্ড মানুষরূপী
জানোয়ার, প্রতারকদের কি দাম আছে বল?
যারা নিজেদের পৈশাচিক লালসা পূরণ করতে,
মা বোনদের ইজ্জত-আব্রু নিয়ে খেলা করে।
তাদেরকে কি মানুষ বলে, নারীর সাথে সাথে আজ,
মানবিকতা আর সভ্য সমাজেরও কি ধর্ষণ বারবার।
সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা কি গর্জে উঠবে না?
তুলবে না তাদের প্রতিবাদের মুষ্টিবদ্ধ শক্ত থাবা?
নাকি আজকের প্রিয়াঙ্কার মতো বলি হবে শত প্রিয়াঙ্কার।
যার মধ্যে থাকতেও পারে আমার আপনার কিছু আপনজন।
জেনে রাখ আজ করবি অন্যের অত্যাচার কাল হবে তোর,
নিজের ঘরের সাড়ে সর্বনাশ একদিন ঠিকই তার হিসাব পাবি।

Exit mobile version