সময়ের ধারাপাত
– সুমিত মোদক
ফিরে এসেছি আবার;
ফিরতে হয় বার বার, তোমার কাছে;
তুমি না থাকলে হয়তো ফেরা হতো না কোনো কালে;
এই আমার সকল অহংকার তোমাকে দিলাম;
এই আমার সকল অভিমান তোমাকে দিলাম;
তোমাকে দিলাম আমার সকল ব্যর্থতা,
আমার অন্ধকার সময়;
তুমি আমাকে শুদ্ধি করো;
তুমি আমাকে মুক্তি দাও;
মুক্তি দাও আমার ভিতরের অন্ধকার থেকে;
শেষ বিকেলের আলো মেখে
পাখিরাও ফিরে যায় ;
ফিরে যায় সময়ের ধারাপাত ….
কনে দেখা আলোয় মধুবন্তী রাগ;
ফিরে এসেছি আবার, তোমার কাছে।