কবিতা

কবিতা- প্রলাপ অক্ষর

প্রলাপ অক্ষর
-অযান্ত্রিক

 


লিখতে চাইলেই কি লেখা যায়? কলম কি চাকর বাকর নাকি?
কতবার লিখবো ,মানুষ মরণশীল জানি ,
দেয়ালে রুমা অশোক যোগ দেব।
চারপাশে চেনা বেকার যুবকদের ভিড় ,কি লিখবো ,চাকরীর দরখাস্ত?
যারা কোনো ঝান্ডা ধরে না,
নাকি তাদের হাতে চাকরীর রেখা দেখে নেবো।

লিখতে ইচ্ছে করলেও লিখিনা
,যেমন কেলাতে ইচ্ছে করলেও কেলাতে পারিনা ।
মেরে ছাল চামড়া তুলেই দেয়া যায় ঠুটো,জগন্নাথ সার্ভিস কমিশন,
টেনে কামড়ে ছিঁড়ে ফেলাই যায় উপর থেকে নীচু তলার একধারসে।
কিছু যদি লিখতেই হয় ,তাহলে লিখবো কনিষ্ঠ কেরানীর প্রেমে পাগল পিওন।
অথবা ,বিদেশী শাদা চামড়ার গল্প নীল ছবি ইতিহাস বিক্রেতা।
যদিও তাতে কিছু এসে যায় না ,বাদামী হলদেটে কালো মানুষের কথা,
কেউ শোনে না,পড়ে না।।

Loading

Leave A Comment

You cannot copy content of this page