কবিতা- আজও ভালোবাসা তোর জন্যই

আজও ভালোবাসা তোর জন্যই
-সুজাতা দাস

 

 

চাইনা ধার করা ভালোবাসা যা আমারই ছিলনা কখনও-
চাই সাস্বত প্রেম যা আমি প্রত্যাশা করি আমার জন্য প্রতিনিয়ত-
না দিতে পারো ক্ষতি নেই, নেই অভিযোগ কোনও তবুও আমি খুশি জেন-
শরীরী ভালোবাসায় আছে কী কোনও মূল্য
যা শরীরের সাথেই হয় শেষ-
তেষ্টা যদি না পায় মূল্য তো জলেরও নেই
বিশ্বাসই সব, মূল্যহীন নাহলে হয়-
কখনও ভাঙাগড়ার খেলায় যদি হার হয়,
তবুও খুজবো এক চিলতে রোদ্দুর-
যা ধার নয়, আমাকে দেওয়া এক মুঠো ভালোবাসা যা অবহেলায় পাওয়া-
জীবনের মূল্যায়ন করা কী তোমার সাজে?
নির্ধারণের ক্ষমতা যদি না থাকে-
ভালোবাসায় নাআছে অধিকার না ফেরার অনুমতি, তবুও কেন মন চায়!!
কখনও বৃষ্টির ফোঁটায় মনটাকে ভিজিয়ে দিক আবার কোনও রূপকথারা-
ভালোবাসা শুধু শব্দ মাত্র ভালোলাগাতেই
সীমাবদ্ধ একটা পরিসর-
সময়ের স্থায়ীত্বে হারিয়ে ফেলা ভালোবাসা,
আজও তোমার জন্যই রইলো।।

Loading

Leave A Comment