Site icon আলাপী মন

কবিতা- অঙ্গীকার

অঙ্গীকার
-উজ্জ্বল দাস

 

 

আমার মন খারাপের রাতের পাশে থাকতে হবে-
থাকবি তো তুই?
নিঝুম রাতের রং বদলটা চিনতে হবে
আসবি তো তুই?
অন্ধকারের তারা গুলো গুনতে হবে-
গুনবি তো তুই?
অবাক লেখায় ডাইরি খানা ভরতে হবে-
ভরবি তো তুই?
ডাইরি খানার শেষ পাতাটা খালি রাখিস-
রাখবি তো তুই?
রাখিস কিন্তু–

সেই পাতাটা খালি রাখিস
ভরবো আমি।
আমার পাওয়া যন্ত্রনা টার অজানা এক রঙ-
পাতার পরে পাতা যখন উঠবে ভরে,
লিখবো আমি শেষ পাতাটা নিজের মতন করে।
রং বদলটা কষ্ট দেবে ঠিক, দম বন্ধ করে।
অসীম পাওয়া না পাওয়া টাও মানতে হবে
মানবি তো তুই?

সেদিন যখন সাদা কাপড় তুলসী পাতায় সেজে
নরম গদির পাল্টে যাওয়া শক্ত কাঠের ফালি
থাকবে সাথে বনমালির সাজানো এক ডালি,
ধুপ ধুনোর গন্ধ যখন আসবে না আর নাকে
বলবি কাকে রেগে গিয়ে ঘেন্না করি তোকে!
লিখতে যদি না পারি সেই শেষ পাতাটার লেখা
কষ্ট পাসনা, পরের জন্মে হয়তো হবে দেখা।।

Exit mobile version