কবিতা- আর্তনাদ

আর্তনাদ
-শুক্লা রায় চৌধুরী

 


অন্ধ স্নেহের পুত্র যদি নারী-লোভী দুর্যোধন হয়,
কোল জোড়া ওই বংশ বাতির সুখ কি আদৌ রয়!
চূর্ণ করে মৌনতাকে বিশ্লেষণের সূত্র খোঁজা শুরু ,
স্বল্প বসন দেখলে তবেই মন কি করে উড়ু উড়ু?
যে শিশুর বয়স কেবল মাস দিয়ে যায় গোনা,
উত্তেজনা জাগায় কি রূপে রেচন অঙ্গ যাদের চেনা;
বৃদ্ধা যেথায় ছাড় না যে পায় পশুর পেষণ থেকে,
লোলুপ চোখের খিদে বাড়ায় নারী শরীর দেখে;
আশ না মেটায় ছিঁড়ছে যে তাই খেলনা দু ভাগ করে,
পিশাচ মনের খেয়াল হতেই দিলো আগুন ছুঁড়ে;
এরাই আবার ছাড় পেয়ে যায় নিয়ম জালের ফাঁকে,
বালক বেশে মিশে থাকে কলুষ পাকের মাঝে;
পৌরুষত্বের প্রমান দিয়ে নিঙরে নিলো প্রাণ,
সময় স্রোতে বিচার পিছয় তাই জমছে অভিমান;
যন্ত্রণাময় মৃত্যু আসুক অমোঘ চক্রবুহ্যের ফাঁদে,
কালের হাসি ফুটবে জানি নিস্তারহীন আর্তনাদে।।

Loading

Leave A Comment