অনুভবের কথা
-সত্য দেব পতি
পদ্ম পাতায় জলের ফোঁটা মুক্তো হয়ে ভাসে,
তোমার লেখা কবিতা গুলো প্রাণের মতো হাসে;
কখনও হয় ভরা পুকুর শ্রাবন ডাকে মনে-
আবার কখন পলাশ শিমুল ডাক দেয় ফাগুনে…
কখন দেখি দাঁত ঠকঠক পৌষালী বয় পুবে,
জৈষ্ঠ্য দহন অগ্নীগড়ে আগুন লাগে ভবে!
কখন আবার স্বচ্ছ শরৎ কাশের ভেলা বায়-
নীল নীলীমায় আসে হেমন্ত শিশির ভেজা পায়।
অনেক শুভেচ্ছা রইলো সকলের জন্য আমি আপ্লুত হলাম
🙏🏻🙏🏻🙏🏻