কবিতা- একাকীত্ব

একাকীত্ব
-সুমিতা পয়ড়‍্যা

 

 

এখন আর চিৎকার করতে ভালো লাগে না
  সেই অস্থিরতা মনকে নাড়া দেয় না; 

 কষ্টটাকে কেমন যেন মানিয়ে নিয়েছি মন্থর গতিতে
এখন চুপ থাকাতেই এক অদ্ভুত ভালো লাগা লুকিয়ে থাকে।
নিজের মনে কাজ করতে ভালো লাগে।
এখন কেউ বকে না, কেউ জিজ্ঞাসা করে না কেন?
নীললোহিতের মত আমি ও পাহাড় কিনতে চাই।
সেখানে আমি সম্পূর্ণ একা; একাকীত্বই আমার সঙ্গী।
আমি সেখানে চিৎকার করে কাঁদব-হাসব-বকবক করব
কেউ আমার খোঁজ করবে না, কেউ কোনো কৈফিয়ৎ চাইবে না।
সেখানে শুধু আমি আর আমার জগৎ।
আমি শুধু লিখব আর লিখব—–
এক পৃথিবী কবিতা লিখব; অন্তরের কথা
বাহিরের কথা, গোপন কথা, নিরবিচ্ছিন্ন মনের কথা।
কেউ হাঁকবে না-ডাকবে না-বাধা দেবে না—–
পুরোটা আমার থাকবে আমার—-
পাহাড়ের চূড়ায় বসে শান্তির সাথ সখ্যতা চাইতে কোন লজ্জা হবে না।
আমার আমিত্ব আমার, স্বতন্ত্রতা আমার,আমিত্বতেই অহংবোধ।
সর্বসুখের সঙ্গী একাকীত্ব; একাকীত্বের শান্তি হবে পরম শান্তি।

 

Loading

One thought on “কবিতা- একাকীত্ব

Leave A Comment