ভরসা
– নৃপেন্দ্রনাথ মহন্ত
যাদের মাথায় একদম ছাতা নেই
একমাত্র পাখিওড়া ছায়াটুকু ছাড়া,
ওদের কি কোনো হিসেবের খাতা নেই?
তোমাদের ডাকে ওরা কেন দেবে সাড়া?
ওদের বাইরে রেখে বন্ধ ক’রে ঘর
এখন দেখছো চোখে ধু-ধু বালুচর।
ওরা ডেকেছিলো, তুমিই দাওনি সাড়া
তাই সব নদীনালা শুকিয়ে সাহারা।
তোমাদের ছেড়ে গেছে অভিমানে তারা
অন্ধের ভরসায় পথ হাঁটে কি কানারা?