
কবিতা- তুমি আর আমি
তুমি আর আমি
-কাজী মুহাম্মাদ রাকিবুল হাসান
তোমার ভল্টে টাকা আর গহনা,
আমার ভল্টে কবিতার ব্যঞ্জনা।
তুমি দিন-রাত জমাতে মগ্ন,
আমি অহর্নিশি কবিতায় নিমগ্ন।
তুমি ফুলে-ফেঁপে অপ্সরা,
আমি ধুকে ধুকে আধমরা।
তোমার চারপাশে কত আয়োজন,
আমার আশেপাশে যত বিয়োজন।
তোমার আটপৌরে জাঁকজমকে সবাই অবাক,
আমার কলমের তৃপ্ত আঁচড়ে প্রেয়সী হতবাক।
তবুও তোমার মাঝে কেন জানি শূণ্যতা,
আর আমার কবিতা আমায় দেয় পূর্ণতা।
তোমায়, অশুভ চিন্তাসমূহ কুড়ে কুড়ে খায়,
আমায়, ভাবনাগুলো কবিতার খোরাক যোগায়।
হয়তো তোমার জীবনটা অসুন্দরে জারিত,
আর আমার জীবনটা কবিতায় পরম তৃষিত।


One Comment
Anonymous
Nice