কবিতা- নাগরিকত্ব

নাগরিকত্ব…
-কৃষ্ণ বর্মন

 

 

নগরে নগরে সীমারেখা
নাগরিকের সাথে নাগরিকের দূরত্ব
সে তো তোমাদেরই তৈরী করা
জাতির সাথে জাতির
ধর্মের সাথে ধর্মের বিরোধ
তোমরাই নিয়ন্ত্রন করো সুকৌশলে

মানুষ বড্ড বোকা
অতি চালাক সাজতে গিয়ে
নিজেই তৈরী করে নিজের ফাঁসির দড়ি

ভারত বাংলাদেশ পাকিস্তান ইস্রায়েল এভাবেই বেঁচে থাকে
আমরা শুধু মৃত্যুর প্রহর গুনি
একদিন নগর মিশে যাবে নগরে
আজও সেই মিথ্যে বাণী শুনি। 

Loading

Leave A Comment