Site icon আলাপী মন

কবিতা- প্রতীক্ষা

প্রতীক্ষা
– পারমিতা ভট্টাচার্য

 

 

আমি শেষ ট্রেনের হুইসেল শুনি কান পেতে
কেউ যদি ভগ্ন দরজায় আরও একবার দেয় টোকা
ছুটে আসে ডাকনাম ধরে হাঁক দিতে দিতে
অনন্তকাল অপেক্ষায় থাকি বসে দুয়ার এঁটে একা।

সব লেনদেনা চুকে গেলে, পড়ে থাকে কাছিমের খোল
জং ধরা সম্পর্কে ছড়ায় বিবর্ণ কান্নার রোল
ছকে বাঁধা জীবনপঞ্জি জুড়ে হাহুতাশ বাঁধে বাসা
উদাসী হাওয়ায় ভাসে নিঃসঙ্গ একতারাটির বোল।

স্বপ্নে চকমকি পাথর ঠুকে জ্বালায় কারা আগুন
ক্লান্ত চক্ষু অর্ধ উন্মীলিত, সময় ফুরিয়ে আসে
প্রতিদিনই শেষ ট্রেন সময়ের যবনিকা টেনে চলে যায়
কেউ আসেনা, শুধু বাতাসে মনকেমনের গন্ধ ভাসে।

Exit mobile version