সুপ্ত ইচ্ছা
-সুমিতা পয়ড়্যা
রাত জাগা পাখি হতে হবে না
আমি জাগব——-
বালিশে নোনা জলের ক্ষার জমাতে হবে না
আমি কাঁদব——–
গভীর আবেগে ছুটতে হবে না
আমি ছুটব———
ঐ নরম ঠোঁটের পেলব পরশ দিও না
আমি উপলব্ধি করব——–
দুটি আনত চোখের মাদকতা রেখো না
অনুভবে খুঁজব———-
গুরুত্বহীন-মূল্যহীনকে হৃদয়ে স্থান দিও না
আমি হৃদয়ে চয়ন করেছি, আবারও করব———
হারিয়ে যাওয়া ভিড়ে সন্ধান কোরো না
আমি ঠিক খুঁজে নেব——-
ভলোবাসার মন ভোলানো গান শুনিও নাকো
তুমি ভালো বাস নি, আমিই বাসব——-
মুখ বন্ধ করে ঢোক গিলে দীর্ঘশ্বাস টুকু আর ফেলো না
আমি ভালোবাসি, ভালোবাসব——
ওটা আমার-ই থাক————
শুধু একদিন রক্তিম গোলাপের অভিবাদনে
সুপ্তিকালের সুপ্ত-ইচ্ছার প্রকাশে প্রকাশ্যে——-
জড়িয়ে ধরে বোলো—-“তুমি আমার”——-
“আমি তোমাকেই ভালোবাসি” ।