কবিতা

কবিতা- সাগরনামা ঈশ্বর

সাগরনামা ঈশ্বর
– নৃপেন্দ্রনাথ মহন্ত

 

 

সব সাগরকেই আমার বড় ভয়।
শুধু এক সাগরের বর্ণপরিচয়
সমগ্র সত্তাকে ছুঁয়ে জাগায় আমাকে,
সূর্যমুখী চেতনার অমেয় আলোকে।

আমি তো কোনো সাগরেই দিই না ডুব
শুধু জ্ঞান সাগরের নিস্তরঙ্গ রূপ
আমাকে প্রবল হাতছানি দিয়ে ডাকে।
সাড়াদিতে ব্যর্থ হলে মাছ ঢাকি শাকে।

বিজ্ঞানচেতনায় আমি তো জানতাম
প্রবঞ্চনা ঈশ্বরের অন্য এক নাম।
আমার ঈশ্বর তো সেই ঈশ্বর নন
তাঁকে চন্দ্র ভেবে ধর্মপসারিগণ
শকুনের দৃষ্টি নিয়ে কালো মেঘে ঢাকে
তবু বহু সাগরের নামে চিনি তাঁকে।

Loading

Leave A Comment

You cannot copy content of this page