কবিতা- আছন্ন অন্ধকার

আছন্ন অন্ধকার
– অমরেশ কুমার

 

 

হাসি আমার সহজাত, অভিমান অন্তরে ;
তাও বুকে অভিমান চেপে,
মুখে হাসি, কেননা সহজাত ধর্মই–
আমাকে হাসায়, যাতে আমার
না বলা কথা কাউকে আঘাত না করে ।

বাস্তবে!
প্রেমের জ্বালায় জ্বলে আমি জ্বলন্ত ক্ষত,
হাসছি তবু; দেখবো বলে
ঠিক তোমায়, আগেরই মতো।

বাস্তবে, পারিনা হাসতে, পারিনা কাঁদতে,
পারিনা, না দেখে, দূরে থাকতে;
সদা ভাসে মনে,
ওই, হাসি মাখা রাঙামুখ —
খুঁজে পায় স্মৃতিবিজড়িত কত সুখ।
আজও, মনে পড়ে বাড়ে বাড়ে…
আর! অঝোরে অশ্রুগুলি ঝরে।

জীবনে তোমার অন্ধকারে,
আজও আমি আছন্ন;
অন্ধকারে অন্ধ চোখে দেখি;
দিনের আলোয়, চোখ বুজায়ে
সেজেই থাকি মেকি।
আমি আজও তোমারই জন্য
রেখেছি স্থান…
যদি সব ভুলে, আপন করে, আসো ফিরে
দুয়ার রাখিব খুলে —

Loading

Leave A Comment