কবিতা- সংকল্প

সংকল্প
– দীপঙ্কর বিশ্বাস

 

 

তোমার অপেক্ষায় আছি
ভেবোনা এক্ষুনি চলে যাব,
দাঁড়িয়ে দাঁড়িয়ে বটগাছ হলে
পাতায় পাতায় শেকড়ে,তোমায় খুঁজবো, খুঁজেই যাবো।
সুর্যের আলো নেমে আসবেসবুজ সবুজ রঙের ক্লোরোফিলে,
স্বেতশুভ্র জীবনীশক্তি তীব্র বেগে ছুটবে
জল আলো বাতাস ঘণীভূত তাপে আত্মীকরণ হবে।
শঙ্খচিল আর শকুনের কাছে
তোমার কুশল কাফনের সকল খোঁজ নেবো।
শালিক পাখির উৎসাহ রব কত!
ময়না টিয়ার কাছে তোমার কথা কবো,
গাঙ-শালিকের বেশে কখনো
এক দন্ড আসবে বলে শতবর্ষ ছায়া ধরে রবো
মনের আঙিনায়।
শেকড় আলগা হলে ভেবো যাব চলে,
কোন সুলুকে রইলে তুমি;
যদি পাই ভাসানের জলে।
অবিশ্রান্ত বৃষ্টি ধারা, আমার পরে বয়,
তোমার পরান কাঁদে কখন!
আমার তরে সয়?

Loading

Leave A Comment