কবিতা

কবিতা-ভালোবাসা

ভালোবাসা
-সুমিতা পয়ড়্যা

 

 

ভালোবাসা মানে সুদীর্ঘ পথ একসঙ্গে হাঁটা।
ভালোবাসা মানে এক আকাশে এক পলকের দেখা।
ভালোবাসা মানে অনেক দূর থেকে এক ঝলক হাসি।
ভালোবাসা মানে একে অপরের কাছাকাছি আসি।
ভালোবাসা মানে অন‍্য জগৎ আড়ে আড়ে চাওয়া
ভালোবাসা মানে মধুর ধ্বনি হৃদয়ে হদয় পাওয়া।
ভালোবাসা মানে ক্ষান্ত বর্ষণ বিকেলের এক চিলতে রোদ্দুর।
ভালোবাসা মানে অগাধ ঢেউ এক সমুদ্দুর।
ভালোবাসা মানে অদ্ভুত টান অদ্ভুত আকর্ষণ।
ভালোবাসা মানে ধরিত্রীর বক্ষে উর্বর কর্ষণ।
ভালোবাসা মানে শস্য-সুফলা রোশনাই আলো।
ভালোবাসা মানে দৃষ্টি নন্দন সবই লাগছে ভালো।
ভালোবাসা মানে গভীর গহন উচ্ছ্বসিত মন।
ভালোবাসা মানে নতুন মানুষ আপনের আপন জন।
ভালোবাসা মানে আমি আর তুমি আর সব মিছে।
ভালোবাসা মানে ছুটছি ঘোরে দুজন দুজনের কাছে।

Loading

Leave A Comment

You cannot copy content of this page