কবিতা- আগুন নিয়ে খেলো না

আগুন নিয়ে খেলো না
-মানিক দাক্ষিত

 

 

ওগো রাজা সময় আছে
আগুন নিয়ে খেলো না,
বৈচিত্র্যময় ঐক্য দেশে
বিভেদ-আগুন জ্বেলো না।
গোঁড়া ধর্মের জেহাদ জিগির
এই দেশেতে চলবে না,
যতই করো নিজের আইন
গণদেবতা মানবে না।
শান্ত সাগর উঠছে ফুঁসে
টের কি তুমি পাচ্ছো না?
মৃত্যু হেথায় তুচ্ছ অতি
জেনেও তুমি জানছো না!
তোমার শাসন এমনি হবে
আগে তো কেউ জানতো না,
জানলে জেনো তোমায় রাজা
মোটেই কেউ করতো না।

আপন জেদে চক্ষু মুদে
ধর্মের খেলা খেলো না,
মানব ধর্মে বেসে ভালো
ঘোচাও মর্ম যন্ত্রণা।

Loading

Leave A Comment