কবিতা- পঙ্গু মানবতা

পঙ্গু মানবতা
-কবি সোম

 

 

বিবেক দিয়েছে বন্ধক আজ, মানবতা গেছে ভুলে;
অরাজকতায় সামিল হয়েছে মানুষ যে সক্কলে।

মানবিক মূল্যবোধ আজ হয়েছে বড়ো মূল্যহীন,
খুন-ধর্ষন-ছিনতাই বেড়ে চলেছে অহরহ দিন দিন।

কখনো বোমা কখনো বন্দুক রাজনীতি আর দন্দ্বে,
এ সমাজ অসহায় দেশটা ভরেছে বারুদের গন্ধে।

মরছে মানুষ মরুক প্রতিবাদ নয় এটাই হলো নীতি,
গুলিতে বাপটা গেছে মরে মুছেচে মায়ের সিঁথি।

ওৎ পেতে বসে কাম পিপাসু হায়নার দল, মেটাবে কাম;
জন্ম দিলো যে মা, ধর্ষণে বাদ যায়নি সে মায়ের নাম।

চার বছরের কন্যা শিশু এ সমাজে সে ধর্ষিতা,
কলঙ্কিত কলির বেহুলা ও সীতা।

চারিদিকে জ্বলছে আগুন কোথাও কারো চোখে নেই ঘুম,
জল্লাদে সবার করবে শিরচ্ছেদ মানতে রাজার হুকুম।

সে বিচার সে নীতি নেই রাজ্যে, আজ পঙ্গু মানবতা;
দেশটা শেষের পথে বেঁচে আছে শুধু অরাজকতা।

Loading

Leave A Comment