দুঃসময়
-অমিতাভ সরকার
হারিয়ে আছি দুঃস্বপ্নের মধ্যে,
ইচ্ছেগুলো কোথায় গেছে জানিনা,
চোখের সামনে ভেসে আসছে আগুনের লেলিহান শিখা।
হাড় বারকরা ট্রেনের কামরা, জ্বলন্ত বাস, অগ্নিদগ্ধ রেলষ্টেশন,
সরকারি দপ্তর, লুটপাট, কালো ধোঁয়ার কুণ্ডলী, মা মেয়ের আর্তনাদ,
মুমূর্ষ রোগীর কাঁপুনি, আত্মরক্ষার দৌড় আর পেট্রোলের জ্যরিকেন হাতে কি উল্লাস! উন্মত্ত কণ্ঠস্বর।
কিংকর্তব্য বিমুঢ় আমি।
সত্যি বলছি সোনা কিছু ভাবার মতো অবস্থা আমার ছিলনা।
শীতের প্রথম রোদে গা এলিয়ে শুয়ে ছিলাম –
আমার বার্ধক্যের জন্যে রচিত ব্যালকনিতে দিশাহীন সপ্ন সায়রে।
তুমি কখন এসে দাঁড়িয়েছিলে শিয়রে বুঝতে পারিনি,
মাথায় হাত বুলিয়ে দেওয়াতে সম্বিত ফিরে পেলাম!
অপলকে তোমার দিকে—-
ঝরে পড়ছে থোপ থোপ সুস্থ গনতান্ত্রিক বোধ হৃদয় বেয়ে!