কবিতা- শুনতে চাই মৃত মানুষের ঠোঁটে… 

শুনতে চাই মৃত মানুষের ঠোঁটে… 

– অমল দাস

 

আপনার মতামত কি ?

এই যে এভাবে মৃত হয়ে পড়ে আছেন

সমস্ত বিষয়-আসয় ছেড়ে!  

              কিছুক্ষণেই আপনি বাসি হবেন।  

আত্মীয় স্বজন মুহুর্মুহ শোক বিহ্বলতায় অশ্রুজলে সিক্ত হচ্ছে!

মনুমেন্টের ধ্বংসস্তূপের মত অন্যের কোলে লুটিয়ে পড়ছে

বহু দশকের তৈরি স্থাপত্য জলে ভাসছে

          কেমন লাগছে আপনার এই দৃশ্য?

 

আপনার সাথে ইহজন্মের কোন লেনদেন নেই

পূর্বজন্মের ঋণ সুতোয় আবদ্ধ ছিলেন, মনে হয়না

ভাব ছিলনা! ভালবাসারও প্রশ্ন নেই

এমন কতেক আজ ফিসফিস করে বলছে-  

            “ওর চলে যাওয়ায় বড় দুঃখের”

সত্যই কি আপনি দুঃখ দিলেন?

না নিজে, দুঃখের আঁধার অন্তরালে মুক্তি নিলেন? 

 

আচ্ছা! এই যে আপনি নিস্পলক উর্দ্ধমুখী চেয়ে আছেন!

আশেপাশে সকলের মুখচ্ছবি ব্যথিত, অর্থাৎ

                         তাদের এ জন্মের ক্ষতি হল!

আপনি থাকলে সত্যিই কি তাদের লাভ হতো?

যারা! মনে মনে ভাবল ল্যাটা চুকেছে…

             এতদিন কি তাদের পথের কাঁটা ছিলেন?  

যারা দূর থেকে মেকি শান্তি কামনায় আকুল…

জীবিতাবস্থায় কামনার চৌহদ্দিতে এসেছিল তারা?

বলুন না, কি বলবেন এ ব্যাপারে?

 

তাছাড়া আরও একটা প্রশ্ন!  

বাইরে দেখলাম আলোচনা হচ্ছে- 

আপনাকে শ্মশানে কাঠে জ্বালবে না চুল্লীতে, তাই নিয়ে দ্বিধা

কার্বন তো দু”টিতেই উড়বে!  

         আপনি কোথায় জ্বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন?

 

আসলে ওরা সবাই কান্নায় বিহ্বল,

ওদের প্রশ্ন করতে আমার বিবেকে বাধে

তাই আপনিই বলুন,

             একটু এই ক্যামেরার দিকে তাকিয়ে

আমি সব রেকর্ড করছি, লাইভ ষ্ট্রিমিং হবে…

সদ্য জার্নালিজম্‌ ডিগ্রীটা হাতে পেয়েছি

    অনেক প্রশ্ন…

একধাপ নয়! পৃথিবী থেকে লাফিয়ে,

             শুনতে চাই মৃত মানুষের ঠোঁটে…

Loading

Leave A Comment