Site icon আলাপী মন

কবিতা- দেহের গন্ধ

দেহের গন্ধ
-অমরেশ কুমার

 

 

শুধু স্পর্শের গন্ধের টানে,
ভালোবাসার স্বাদ গ্রহণ করার আকাঙ্খা–
ঘ্রান গ্রহণে, অচিরেই শেষ হয়।
যখন, টানের অনুভূতি অতিত স্মৃতিতে
স্মৃতি মন্থনের সুখ খুঁজে চলে—
সে সম্পর্ক গন্ধের উর্দ্ধে ।
গন্ধ দেহের হতে পারে,
আবার, মনেরও হতে পারে ।
তবে, কেউ যদি মনের সাথে মনের গন্ধ খোঁজে
মনের গন্ধ, সম্পর্কের দৃঢ়তা বাড়িয়ে দেয় ,
যার কাছে গৌণ হয়ে যায় দেহের গন্ধ ।
সকালের প্রুস্ফুটিত ফুলের সুবাস,
বিকালে মলিন হয় । দিনের শেষে ঝরে পরে ।
দেহের সুবাস, যৌবনের প্রেমে মেলে ।
সকালের মধুলিহর রাত্রেও ঘ্রান খোঁজে ।
দেহও ফুলের ন্যায় , স্পর্শেও ছিঁড়ে যায় ।

Exit mobile version