Site icon আলাপী মন

কবিতা- বাঁচুক মানবতা

বাঁচুক মানবতা
-সুমিতা পয়ড়‍্যা

 

 

কেক কাটাতে আনন্দ এল
আগুন জমছে বিস্ফোরণের
রক্ত ঝরলে রক্তের দাগ
ক্ষমার কাপড়ে মুখ ঢাকবে মরণে।

ধর্ম বোধের দোহাই দিয়ে
ছড়ি ঘোরায় অবোধ দল
দরকারেতে রক্ত ঝরায়
কখনো বা বেনোজল।

উষ্ণায়নের পৃথিবীতে
শীতলক্ষ্যা শুকায় রোজ
আগের ফাগে গর্জায় বেশ
বর্ষার তত নাই রেশ।

সবার উপর মানুষ সত‍্য
এ কথাটি সবাই মিলে
জ্ঞান কলিজার দ্বারা খুলে
উগরে দিলে বুদ্ধি বলে

চারিদিকে আজ রক্ত পাহাড়
সবুজে লালের বাহার
হৃদয় হীনের কর্ণধার
ঘোচাতে হৃদয় কাঁপে না যাহার।

সেদিন ও ছিল যত তত
আজও আছে পাষাণ তত
নিজের জন্য এই মর্তে
আঁকছে বসে শর্ত মত।

মানুষ যখন মানুষ হবে
ক্ষমাটাকে আঁকড়ে ধরে
নিবিয়ে দেবে সমস্ত আগুন
হাত বাড়িয়ে বন্ধন ডোরে।

কাটুক কেক কাটুক ধর্মের রেশ
ভুলে থাকুক এক পৃথিবী জমা আগুন
আঁকড়ে ক্ষমা বাঁচুক মানবতা
সুন্দর হোক মহা মিলনের ফাগুন।

Exit mobile version