কবিতা- বাই (Bye)

বাই (Bye)
-অযান্ত্রিক

 

“আচ্ছা, আসি তাহলে, আবার দেখা হবে, ভালো থেকো”
বললেই কেউ, বুকের ভিতরটা কেমন হু হু করে ওঠে।
দাঁড়িয়ে থাকলে মনে হয় পৃথিবী টলে গেলো, বোধহয়,
এইবুঝি ভেঙে পরলো, মাথার উপর ভাবনার ঝাড়বাতি।
চারিদিকে ছড়িয়ে পড়লো ভাললাগার টুকরো শ্বাস।
কোনো একটা টুকরো ফুটে যাবে পায়ে, হাতে,
কষ্ট পাবো, কাতরাব, ছটফটাবো যন্ত্রনাতে।
বুকের মধ্যে হু হু করে ঢুকে পড়ে বেনো জল,
কানের পাশে লক্ষ অযুত পা মাড়িয়ে চলে,শুকনো পাতা।
নতজানু অনুরোধ, আরেকটু বসে যাও, যে এড়িয়ে যায়,
দরজার কাছে, যেন ওপারেই কলকাতা দিল্লী দুবাই,
এমন কোনো গ্রাম শহর যেখান থেকে ফিরে না সবাই,
কেউ পাশ থেকে সরে গেলেই মনে হয়, ফিরবে তো?
আচ্ছা, আসি তাহলে, আবার দেখা হবে,ভালো থেকো”
বললেই কেউ, বুকের ভিতরটা কেমন হু হু করে ওঠে।

Loading

Leave A Comment