কবিতা- একটু খানি থাম্

একটু খানি থাম্
– নৃপেন্দ্রনাথ মহন্ত

একটুখানি থাম্, ওরে, একটুখানি থাম্।

স্বপ্নলোক থেকে এবার একটুখানি নাম্।

তুই ভুলে যাচ্ছিস এটা ভারত
দেশপ্রেমিকের পাগলাগারদ
এখানে শুধু শুধুই ঝরাচ্ছিস তুই ঘাম।

অনেক হয়েছে। এবার একটুখানি থাম্।

মাথার সায় নেই তবু মেলতে হচ্ছে চোখ
দেখতে হচ্ছে যাকিছু দেখাচ্ছে কিছু লোক।

তাদের খাতায় লিখিয়ে নাম
জুটছে বটে হরেক ইনাম
বাজারে গিয়ে বাজিয়ে দ্যাখ্ কত তার দাম।

একটুখানি থাম্ ওরে, একটুখানি থাম্।

Loading

Leave A Comment