Site icon আলাপী মন

কবিতা- ধর্মের মৃতদেহ

ধর্মের মৃতদেহ
– সুমিত মোদক

মানুষটা সে রাতেই ফিরে এসে ছিল;

সারাটা দেশ যখন ধর্ম-আগুনে জ্বলছে,
তখন কেউ কেউ সেই আগুনে
ঘৃতাহুতি দিয়ে চলেছে
নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য;
আগুন ছড়িয়ে পড়ছে …
সে আগুনে পোড়ে ভবিষ্যৎ;

ধর্মটা কি! মানুষটা জানতো;
জন্মভূমি কি! মানুষটা জানতো;
আর জানতো বলেই চুপ করে বসে থাকতে পারেনি;
বেরিয়ে পড়েছিল ঘরের বাইরে ,
শান্তি ফেরাতে;

আজকাল ধর্মগুরুরা নিজের ধর্মচর্চা ছেড়ে
পরধর্ম নিন্দায় ব্যস্ত;
এক ধর্মের মানুষের সঙ্গে আরেক ধর্মের মানুষের
লড়াই বাঁধিয়ে দেওয়ার সুযোগে থাকে,
রাজনীতির মতো;
সুযোগ পেয়েও যায় …
আমাদের জন্য;
আমাদের মতো মানুষের জন্য;

ধর্ম কোনদিন হিংসা ছড়ায় না;
ধর্ম কোনদিন অসহিষ্ণু হতে শেখায় না;
ধর্ম আনে শান্তি, শুদ্ধি, পবিত্র বাতাবরণ ..
অথচ, সে ধর্মকে নিয়ে আগুন জ্বালায়
কিছু মানুষ;
আগুন জ্বলে ….

মানুষটা সেই সকাল সকাল বেরিয়ে পড়ে ছিল
ধর্মের পথে, শান্তি ফেরাতে;
ফিরেও আসে ….

মানুষটা সে রাতেই ফিরে এসে ছিল
ধর্মের মৃতদেহ হয়ে।

Exit mobile version