কবিতা- একলা ক্ষণে

একলা ক্ষণে
-পাপিয়া ঘোষ সিংহ

 

 

আজকের এই গোধূলির একলা ক্ষণে,
মন পাড়ি দিল সেই সুদূর অতীতে।
বড় নিষ্প্রাণ, নিষ্প্রভ এই গোধূলি-
হঠাৎ আলোকিত ঝাড়বাতির আলোয় ঝলমলে।

চলমান মন পৌঁছে গেছে বর্ষাদিনের এক অপরাহ্নে,
কলেজ শেষে সেদিন হঠাৎ
বৃষ্টিস্নাত তোকে দেখে মনে এক অদ্ভুত শিহরণ,
এই তুই তো আমার বড় অচেনা,
প্রতিদিনের ক্লাসে পাশাপাশি বসা তুই তো নয়।
তোর চোখে-মুখে গভীর অনুসন্ধিৎসা,
মুখে না বলা হাজার কথার স্রোত যেন বাঁধ ভাঙতে চাইছে।

বৃষ্টি ভেজা আমি কুন্ঠিত, আমার পরম আপন
তোর কাছে?আজ কি যেন এক অন্য রকম।
কেন?প্রতিদিনের থেকে কি আলাদা আজ?
সেদিন বুঝিনি জানিস।
কিন্তু যত দূরে গেছি ততই উপলব্ধি করেছি তোকে।

আচ্ছা তোর আর আমার মধ্যে শুধু বন্ধুত্ব ছিল?
না কি আরও অনেক কিছু, যা কখনও বলা হয়ে ওঠেনি।
এতগুলো বছর পড়ে মনে পড়ে কেন তোর কথা?
কেন থাকিস আমার একলা ক্ষণ জুড়ে।
এই অনুভূতি কি শুধু আমার ?
এই প্রশ্ন কুঁড়ে খায় মন,
তোর কখনও এমন একলা ক্ষণ আসে?

Loading

Leave A Comment